পাবনা প্রেসক্লাবে প্রাণের উৎসব
প্রতিনিধি পাবনা
গৌরব ও ঐতিহ্যমণ্ডিত পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ০১ মে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নেচে-গেয়ে, উচ্ছ্বাস-আনন্দ আর বর্ণাঢ্য আয়োজনে ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। বুধবার সকাল থেকে জেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এই অনুষ্ঠানমালা।
১৯৬১ সালের ১ মে যাত্রা শুরু করে পাবনা প্রেসক্লাব। এই দীর্ঘ পথচলার উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বুধবারের আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও প্রবীণ সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা।
দিনের শুরুতেই প্রেসক্লাব চত্বর থেকে ব্যানার-ফেস্টুনসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে ক্লাবের অতীত ইতিহাস, সাংবাদিকদের ভূমিকা এবং আগামীর পরিকল্পনা তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে ৬৪ প্রায় কেজি ওজনের কেক কাটা হয়।
![]() |
পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করেন সাংবাদিক ও অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, এ বি এম ফজলুর রহমান এবং বর্তমান সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
আয়োজকরা জানান, আজ শুক্রবার ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে 'মনোজ্ঞ সাংস্কৃতিক' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের নানা প্রগতিশীল আন্দোলনে পাবনা প্রেসক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই ঐতিহ্যবাহী সংগঠনটি জেলার সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত।
একটি মন্তব্য পোস্ট করুন