প্রতিনিধি নাটোর

ছুরিকাঘাতে হত্যা | প্রতীকী ছবি

নাটোরে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে খোরশেদ আলী নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে আজ বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে খোরশেদ আলীকে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলী (২৫) দিঘাপতিয়া ইউনিয়নের ইউনুছ আলীর ছেলে। অভিযুক্ত কিশোর (১৬) একই ইউনিয়নের বাসিন্দা এবং এবারের এসএসসি পরীক্ষার্থী।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, খোরশেদ আলী ঢাকায় রিকশা চালান। সম্প্রতি তিনি বাড়িতে এসেছেন। ওই কিশোরের একটি মুঠোফোন কয়েক দিন আগে হারিয়ে যায়। এ ঘটনার জন্য সে খোরশেদ আলীকে সন্দেহ করেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘটনার জের ধরে নিজ এলাকায় তার সঙ্গে খোরশেদ আলীর বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই কিশোর খোরশেদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর গা–ঢাকা দিয়েছে। তাকে ধরতে পুলিশের বিভিন্ন দল মাঠে নেমেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ লেখার প্রস্তুতি চলছে।