[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশ মহা দুর্যোগকাল পার করছে: জি এম কাদের

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রংপুর

রংপুর নগরের সেনপাড়ার নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার বিকেলে  | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশ মহা দুর্যোগকাল পার করছে বলে মনে করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, ‘সামনের দিকে মহা বিপদের আশঙ্কা। দেশ ভালো চলছে না। সবকিছু অচল হয়ে পড়ছে, ভেঙে পড়ছে।’

বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে চার দিনের সফরে রংপুরের সেনপাড়ার নিজ বাড়িতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা যেটা লক্ষ করছি, প্রধান উপদেষ্টা ও ওনার সঙ্গে যাঁরা তরুণ, তাঁদের উনি ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন। তাঁরা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করেছেন। এই বিভক্তি দিনকে দিন শক্তিশালী হচ্ছে এবং একজনের ওপর আরেকজনের সংঘাতপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। সামনের দিকে বড় ধরনের একটি সংঘাত পরিস্থিতির দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি।’

দেশের বর্তমান পরিস্থিতিকে তিনি সাউথ আফ্রিকার সাদা ও কালোর বর্ণবাদী আচরণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমাদের দেশে মনে হচ্ছে, ওরা (সরকার) দেশকে দুভাগ করেছেন। ওনাদের মাপকাঠিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলে তাঁরা কিছু লোককে চিহ্নিত করেছেন। আর বাকিগুলো ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর এভাবে বলে তাঁরা সারা দেশের অধিকাংশ মানুষকে লেবেল করেছেন। সাউথ আফ্রিকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো আইনের প্রয়োগ দেখা যাচ্ছে।’

দেশের বৃহৎ অংশকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে জি এম কাদের বলেন, ‘রাজনৈতিক অধিকারকে বঞ্চিত করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের কালাকানুন প্রবর্তন করছে। বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা। সম্পূর্ণভাবে তাঁদের রাজনৈতিক অধিকার থেকে বের করে রাখার চেষ্টা হচ্ছে।’

জি এম কাদের বলেন, ‘সব ধরনের আন্দোলনে আমরা সর্বাত্মকভাবে ছিলাম। ছাত্রদের এই আন্দোলনে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলাম। বিতর্কিত নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করতে চাইনি। তারপরও কোনো সময় বাধ্য করা হয়েছে, কোনো সময় পক্ষপাতিত্ব করা হয়েছে। কিন্তু আমরা সেগুলোর বৈধতা দিইনি।’

জাতীয় পার্টির দলীয় কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের মিছিল করতে দেওয়া হয় না। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। কাউন্সিল করতে যাব সেখানে হল ভাড়া নিতে পারি না। অযথা মানুষকে ধরে নিয়ে গিয়ে আটক করা হচ্ছে এবং বিচার ছাড়াই তাদের মাসের পর কারাগারে আটক রাখা হচ্ছে।’

অন্তর্বর্তী সরকার নিজস্ব দল গঠন করছে বলে অভিযোগ করেন জি এম কাদের। তবে সেই দলের নাম প্রকাশ করেননি তিনি। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ আরও সংকটে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন