জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জগন্নাথের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগমকে আদালতে নেওয়া হবে আজ
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগম | ছবি: ফেসবুক থেকে নেওয়া |
জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
আনোয়ারা বেগম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে আটক করেন শিক্ষার্থীরা। পরে সূত্রাপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেন। এই মামলার ৪৩ নম্বর আসামি আনোয়ারা বেগম।
হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় আনোয়ারা বেগমকে আজ ঢাকার আদালতে পাঠানো হবে বলে জানায় সূত্রাপুর থানার পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন