[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাকসুর তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবি শিক্ষার্থীদের, বড় আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। আগামী ২০ জুন পর্যন্ত দাবি পূরণ ও রোডম্যাপ প্রকাশ করা না হলে ‘মার্চ ফর আওয়ার রাইটস’ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

রাকসু নিয়ে শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো—পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত; ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা; বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রকে ৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র হিসেবে কার্যকর; প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা (ক্যাশলেস ক্যাম্পাস); ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেওয়া; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার এবং পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয় অব্যবস্থা, অবহেলা ও সংকটে জর্জরিত। সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতাভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করেছেন।

সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ক্যাম্পাসের বহুমুখী সমস্যা নিয়ে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে এসেছি। আগামী ২০ জুন পর্যন্ত আমরা সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে যদি আমরা প্রশাসনের সাড়া না পাই তাহলে ২১-২৮ জুন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব। যাঁর মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ ও দেয়াললিখন।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৯ জুন থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ‘মার্চ ফর আওয়ার রাইটস’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে, যা হবে আন্দোলনের চূড়ান্ত রূপ। এই কর্মসূচির আওতায় সব ক্লাস-পরীক্ষা বর্জন এবং দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠপর্যায়ের চূড়ান্ত কর্মসূচি থাকবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন