[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রীর সন্ধান চেয়ে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রীর সন্ধান চেয়ে সহপাঠী ও শিক্ষকদের মানববন্ধন। আজ সকালে ক্যাম্পাসে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ১৪ দিন ধরে নিখোঁজ আছেন বলে অভিযোগ করেছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তাঁর সন্ধান চেয়ে সোমবার সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তাঁরা। কর্মসূচিতে ওই ছাত্রীকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিখোঁজ ওই ছাত্রী দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও রাজশাহী নগরের রাজপাড়া থানার বাসিন্দা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ২২ এপ্রিল দুপুরে বাসা থেকে ক্লাসে যাওয়ার কথা বলে বের হন ওই শিক্ষার্থী। এরপর আর বাসায় ফেরেননি। এ ঘটনায় তাঁর বাবা রাজপাড়া থানায় ২৩ এপ্রিল সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এত দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না পেয়ে তাঁরা হতাশ ও আতঙ্কিত।

নিখোঁজ শিক্ষার্থীর সহপাঠী শারমিন আক্তার বলেন, ‘সহপাঠীকে আমরা ফেরত চাই। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সন্ধান চাই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টান্তমূলক সহযোগিতা আমরা চাচ্ছি।’

পরিবারের বরাত দিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখাত জান্নাত বিনতে জিন্নাহ বলেন, গত ২১ এপ্রিল রাতে ভাইয়ের সঙ্গে ওই ছাত্রীর ঝগড়া হয়েছিল। পরদিন ক্লাসে যাওয়ার কথা বলে তিনি বের হন, কিন্তু আর ক্লাসে ফেরেননি। পরে পরিবার বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেন। কিন্তু ঘটনার এত দিন পেরিয়ে যাওয়াতে তাঁরা শঙ্কিত।

ঝগড়ার কারণ জানতে চাইলে নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, ভাই-বোনের মধ্যে যেমনটা হয় আরকি, তেমন গুরুতর ঝগড়া নয়। সম্ভাব্য সব জায়গাতেই তাঁকে খোঁজা হয়েছে।

এ ব্যাপারে নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল আলমকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন