[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংবাদে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ, পত্রিকা কার্যালয়ে হামলা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি খুলনা

‘দেশ সংযোগ’ পত্রিকার কার্যালয় থেকে মালপত্র বাইরে এনে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে খুলনা নগরের ছোট মির্জাপুর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

খুলনায় স্থানীয় ‘দেশ সংযোগ’ পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে আজ পত্রিকাটিতে প্রকাশিত একটি সংবাদে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের ‘সংসদ সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়। এটা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

‘দেশ সংযোগ’ পত্রিকার সম্পাদক খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম (সোহাগ)। গত ৫ আগস্ট পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল। এরপর পত্রিকাটির প্রকাশনা ১৫ দিনের মতো বন্ধ ছিল।

মাস পাঁচেক আগে পুরোনো কার্যালয় বন্ধ করে মির্জাপুর এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে সেখান থেকে পত্রিকার প্রকাশনার কাজ শুরু হয়।

আজ হামলার পর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম বলেন, আওয়ামী লীগ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। ভুলবশত পত্রিকায় সে বিবৃতি হুবহু ছাপা হয়। এটা নিয়ে সমালোচনা সৃষ্টি হলে ভুল স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়। তারপরও হামলা হয়েছে। ফোন করে অনেকেই হুমকিও দিচ্ছেন।

যে বাড়িতে ‘দেশ সংযোগ’ পত্রিকার কার্যালয়, সেই বাড়ির মালিক মো. জামাল বলেন, সন্ধ্যার পর ১০০ থেকে ২০০ মানুষ এসে হামলা চালায়। প্রথমে ভাঙচুর করে কার্যালয় থেকে মালপত্র বের করে বাইরে ফেলে দেয়, পরে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন বলেন, পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন