জমি নিয়ে বিরোধ, শেষপর্যন্ত কিশোরী খুন
প্রতিনিধি কুড়িগ্রাম
![]() |
| লাশ | প্রতীকী ছবি |
কুড়িগ্রাম সদর উপজেলায় বসতবাড়ির পাশের কৃষিজমি থেকে নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটি গতকাল শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সকালে বাড়ির পাশের একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
নিহত কিশোরীর চাচা দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাঁর ভাষ্য, ‘আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরেই আমার ভাইয়ের মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমরা মামলায় সব উল্লেখ করব।’
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, নিহত কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments