[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নারী সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করায় দুই মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিক কারাদণ্ড

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আদালত | প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুরে ট্রাফিকে দায়িত্বরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে এক দিন করে কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাঁরা হলেন মোটরসাইকেলের চালক ওয়াহিদ মোহাম্মদ শুভ (৩০) ও তাঁর সঙ্গী আরাফাত রহমান অভি (২৮)।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন বিকেলে আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেল পৌনে ৫টার দিকে হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় শুভকে সংকেত দিয়ে থামান কর্তব্যরত নারী সার্জেন্ট। এ সময় ওই সার্জেন্ট তাঁর ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র না দেখিয়ে ওই সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁকে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নারী সার্জেন্ট তাৎক্ষণিক লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে জানান। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন এবং লালবাগ থানার সহায়তায় তাঁদের থানাহাজতে পাঠান।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন