প্রতিনিধি নারায়ণগঞ্জ
![]() |
রিয়াদ মোহাম্মদ চৌধুরী | ছবি: সংগৃহীত |
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে এক পোশাক কারখানার ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে তাঁর। ওই কারণে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জে ফিরিয়ে আনতে পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হচ্ছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, কেউ দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে নয়। অপরাধ করে কেউ পার পাবেন না। যাঁরা অপরাধ করবেন, পর্যায়ক্রমে সবাইকে দলীয় শাস্তির আওতায় আনা হবে।