নিজস্ব প্রতিবেদক
![]() |
বজ্রপাত | প্রতীকী ছবি |
ঢাকাসহ দেশের ১২ জেলায় আজ বুধবার বিকেলের দিকে বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে। বেলা আড়াইটা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টা সময়ের মধ্যে এ বজ্রপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ব্রজপাত নিয়ে বিশেষ বার্তায় বলা হয়েছে।
আবহাওয়ার বার্তায় বলা হয়, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খুলনা, বরিশাল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট ও কক্সবাজারে জেলায় বজ্রপাত হতে পরে।
আবহাওয়া অধিদপ্তর তাদের বার্তায় বলেছে, মেঘ ডাকলে অবশ্যই ঘরের মধ্যে থাকতে হবে। এ সময় দরজা ও জানালা বন্ধ রাখতে হবে। গাছের নিচে থাকা যাবে না। এ সময় বৈদ্যুতিক সরঞ্জামের কাছে থেকে দূরে থাকতে হবে।