প্রতিনিধি ভৈরব
বজ্রপাত | প্রতীকী ছবি |
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। ইন্দ্রজিৎ উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের ছেলে। স্বাধীনের বাবার নাম ইদ্রিস মিয়া; বাড়ি খয়েরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রামের হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুম চলছে। প্রতিদিন কৃষকেরা ধান কাটতে বাড়ি থেকে হাওরে যান; ফেরেন সন্ধ্যায়। সকালে খাবার খেয়ে ইন্দ্রজিৎ ধান কাটতে যান। পরিবারের অন্য সদস্যের সঙ্গে স্বাধীনও যায় ধান কাটতে। সকাল নয়টার দিকে অষ্টগ্রামের আকাশ কালো হতে থাকে। কিছুক্ষণ পর ধমকা হাওয়া বইতে থাকে। বিরূপ আবহাওয়ায় অনেক কৃষক ধান কাটা রেখে বাড়ি ফিরে আসেন। কিন্তু ইন্দ্রজিৎ ও স্বাধীন হাওরে ছিলেন। সকাল পৌনে ১০টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। সামান্য শিলাও পড়ে। তখন বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনাস্থলে ইন্দ্রজিৎ ও স্বাধীনের মৃত্যু হয়।