[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন 

ছয় দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।

সকালে ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্ররা আন্দোলন করে আসছেন। শুধু একটি কমিটি গঠন করে দেওয়া ছাড়া এখনো সরকার থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা বলেন, ‘আজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত আট সদস্যের কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক থেকে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, এক মাস ধরে চলমান আন্দোলনের কারণে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও দাপ্তরিক সব কাজ বন্ধ রয়েছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলছে কয়েক দিন ধরে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন