নিজস্ব প্রতিবেদক
![]() |
শিক্ষা মন্ত্রণালয় |
নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী (অ্যাডহক) কমিটির মাধ্যমে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, এই বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।