[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছবি তুলতে গিয়ে বিদ্যালয়ের ছাদে মিলল বোমাসদৃশ বস্তু,

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন  

তিনতলা বিদ্যালয়ে ভবনের ছাদে মুঠোফোনে ছবি তুলতে যায় দুই ছাত্রী। এ সময় তারা দেখতে পায়, বোমাসদৃশ তিনটি বস্তু পড়ে আছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে বোমাসদৃশ বস্তু তিনটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আজ রোববার সকাল ১০টার দিকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দুই ছাত্রী ভবনের তিনতলা ছাদে মুঠোফোনে ছবি তুলতে গিয়ে দেখে লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু। এগুলো দেখতে বোমার মতো। শিক্ষার্থীরা বিষয়টি প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুনকে জানান। পরে ফৌজিয়া খাতুন বোমাসাদৃস্য বস্তু দেখে গাংনী থানায় খবর দেন। পুলিশ গিয়ে বস্তুগুলো পানিভর্তি বালতিতে করে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ভীতি তৈরি হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল বলেন, বিদ্যালয়ের ছাদে বোমাসদৃস্য বস্তুগুলো কারা রেখেছে, কেন রাখা হয়েছে, এসব বিষয়কে কেন্দ্র করে পুলিশের তদন্ত চলছে। বোমারমতো দেখতে বস্তুগুলো থানায় রাখা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন