[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোপালগঞ্জে ব্যবসায়ীর কাছে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে চাঁদা দাবি

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার মানচিত্র

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে কাফনের কাপড় ও খোলাচিঠি পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এতে ওই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

জয়দেব ব্যানার্জি ওরফে জয়ন্ত নামের ওই ব্যবসায়ী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলহারা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় খান্দারপাড় বাজারের ওষুধ ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে জয়দেব ব্যানার্জি ওষুধের দোকান থেকে বাড়ি ফেরেন। বাড়িতে ঢোকার সময় ঘরের সামনে সিঁড়িতে একটি ব্যাগ দেখতে পান তিনি। ওই ব্যাগে কাফনের কাপড় ও একটি চিঠি ছিল। চিঠিতে জয়দেবের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সাত দিনের মধ্যে টাকা না দিলে এবং বিষয়টি জানাজানি করলে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।

চিঠির বিষয়ে জয়দেব ব্যানার্জি বলেন, ‘ওই দিন রাত সাড়ে আটটার দিকে একটি নম্বর থেকে আমার কাছে কল আসে। আমাকে বলে, “জয়ন্ত, আপনারা চিঠি পাননি?” কিছু সময় পরে একটি খুদে বার্তা পাঠায়। যেখানে লেখে, “চিঠি পেয়েছিস, টাকা দিবি না? টাকা না দিলে তোদের ক্ষণে ক্ষণে বিপদ আছে। আর এই কথা কাউকে বলবি না। বললে তোদের জানে মেরে ফেলব।” খুদে বার্তা পাঠানোর ৩০ মিনিট পর আমার বসতঘরের পাশে জ্বালানি কাঠ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আমাদের চিৎকারে আশপাশের লোক এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে আমাদের বসতঘরে আগুন লেগে যেত। আমরা এ বিষয় নিয়ে খুবই আতঙ্কে আছি।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, যে পরিবারের কাছে বেনামে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা, পুলিশ ওই পরিবারের পাশে আছে। পুলিশ বিষয়টির তদন্ত করছে। যে নম্বর থেকে কল ও খুদে বার্তা পাঠিয়েছে, ওই নম্বরও খতিয়ে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন