প্রতিনিধি শ্রীপুর
আওয়ামী লীগের বিচার, রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে এনসিপির বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার বিকেলে মাওনা চৌরাস্তায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
আওয়ামী লীগের বিচার, রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সমাবেশ থেকে দাবি আদায়ে সর্বদা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে মাওনা উড়ালসড়কের নিচে দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও এনসিপি নেতা আবু রায়হানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘পুরো বাংলাদেশের মধ্যে যেসব জায়গায় সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে, তার একটি আমাদের মাওনা চৌরাস্তা। এখানকার ওয়াপদা মোড়ে এখনো শহীদের রক্তের দাগ যায় নাই। কিন্তু কিছু রাজনৈতিক নেতা এখনো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের স্পষ্ট বলে দিতে চাই, মাওনার মাটিতে, এই ওয়াপদার মাটিতে যদি সবচেয়ে বড় আন্দোলন হতে পারে, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে এবং অন্য কোনো দল ফ্যাসিজম ধরে রাখতে চায়, তাকে রুখে দিতে এই মাওনাতেই আবার প্রয়োজন পড়লে রক্তের বন্যা বয়ে যাবে।’
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি। আট মাস পরও এখন পর্যন্ত আওয়ামী লীগের স্পষ্ট কোনো বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচারব্যবস্থাকে দ্রুততর করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমি বিশ্বাস করি আপনারা নেবেন। যদি আপনারা সেই ব্যবস্থা না গ্রহণ করেন, তাহলে জনগণই সেই ব্যবস্থা গ্রহণ করবে।’
এনসিপি নেতা আবু রায়হান বলেন, ‘এনসিপি কথা বলতে বিশ্বাসী না, আমার কাজে বিশ্বাসী। আমরা আন্দোলনের দল। আমরা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে আমরা কী পারি। আমাদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাদের বিচার করতে হবে।’