[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেখ তন্ময় ও শেখ সালাহউদ্দিনসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

শেখ তন্ময় ও শেখ সালাহউদ্দিন | ফাইল ছবি

বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া সালাহউদ্দিনের দুই ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিনের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শেখ সালাহউদ্দিন, শেখ সোহেল ও শেখ জালাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। আর শেখ তন্ময় আরেক চাচাতো ভাই শেখ হেলালের ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ, সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা তাঁদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছেন। তাঁরা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।

শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মামলায় ১৩ ও ১৫ এপ্রিল শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন