[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অপহরণের শিকার শ্রীলঙ্কার ৩ নাগরিক উদ্ধার, গ্রেপ্তার ৩ জন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিকে উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশের ওই সূত্রটি জানায়, পরে সে দেশের হাই-কমিশনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হলে এ নিয়ে কাজ শুরু করে‌ গোয়েন্দা সংস্থা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন