[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মুঠোফোনে পরিচয়, ঘুরতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বগুড়া

ধর্ষণ | প্রতীকী ছবি

বগুড়ায় স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার বিকেলে শহরের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। রাতে কিশোরীর বাবা থানায় মামলা করেন।

ভুক্তভোগী কিশোরী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আসামি মো. ইমরান (১৯) বগুড়া সদর উপজেলার নামুজা ভান্ডারীপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

ভুক্তভোগী কিশোরীর বাবার অভিযোগ, তাঁর মেয়ের সঙ্গে ইমরানের মুঠোফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে কিশোরী বাড়ি থেকে বের হয়। ওই তরুণ মেয়েটিকে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বগুড়ায় ডেকে নেয়। সেখান থেকে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত তরুণ পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুউদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী আশঙ্কামুক্ত। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ওই কিশোরীর রক্তক্ষরণ হয়েছিল। তবে এখন আশঙ্কামুক্ত আছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন