[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামালপুরে ভয় দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি জামালপুর

ধর্ষণ | প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে এক শিশুর পরিবার।

অভিযুক্ত দুজনের মধ্যে একজনের বয়স ৫০ বছর; আরেকজনের ১৮ বছর। তাঁরা দুজন গাছকাটা শ্রমিকের কাজ করেন। অভিযোগ দায়েরের পর থেকেই তাঁরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিশু দুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

লিখিত অভিযোগ ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১ সেপ্টেম্বর দুপুরে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য ওই দুই শিশু বাগানে যায়। সেখানে শামছুল ও আশিক গাছ কাটছিলেন। এ সময় তাঁরা শিশুদের কাছে ডেকে নেন। একপর্যায়ে ভয় দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ করেন তাঁরা। এরপর বিভিন্ন সময় ওই দুই শিশুকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করতেন শামছুল ও আশিক। একপর্যায়ে শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ১১ বছর বয়সী শিশুটি শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে যায়। পরে শিশু দুটি পরিবারের সদস্যদের ধর্ষণের ঘটনা জানায়। গতকাল রাতেই এক শিশুর নানি থানায় ওই দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী ওই নারী বলেন, ‘আমার মাইয়্যাডা প্রতিবন্ধী। মাইয়্যা ও নাতিরে আমিই লালন-পালন করি। ম্যালাবার আমার নাতির লগে খারাফ কিছু করছে ওরা। বিভিন্ন সময় আমার নাতি আর ওই বাচ্চা পোলারে টাকার লুভ দেখাইয়্যা এসব করত। আমার নাতিডা এসবের কারণে এহন অসুস্থ। আমি অপরাধীদের শাস্তি চাই।’

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ধরতে গতকাল রাতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু তাঁদের পাওয়া যায়নি। দ্রুত সময়ের মধ্যে তাঁদের ধরা হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন