প্রতিনিধি বরিশাল

আগৈলঝাড়ায় আহত যুবক রাকিব মোল্লাকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাবের অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় গুলিতে সিয়াম মোল্লা (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় সিয়ামের ফুফাতো ভাই রাকিব মোল্লা (২৭) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাকে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। পুলিশের স্থানীয় একটি সূত্র বলছে, নিহত ও আহত দুজনই এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী।

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় র‌্যাব সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে যান। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালালে তাঁরা আত্মরক্ষার্থে গুলি চালান। এ সময় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিকে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল র‌্যাব-৮–এর উপ–অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসানের মুঠোফোনে রাতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

স্থানীয় কয়েক বাসিন্দা বলেন, সোমবার বিকেলে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালান।

নিহত তরুণের ফুফাতো বোন নাসরিন আক্তার বলেন, ‘খবর পেয়ে ছুটে এসে দেখি মামাতো ভাই সিয়ামের লাশ পড়ে আছে। আমার আপন ভাই রাকিব গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। কীভাবে ঘটনাটি ঘটেছে, কিছুই জানি না।’

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাকিয়া রহমান মৌরী বলেন, সিয়ামের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। গুরুতর আহত রাকিবকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।