[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গুলশান লেকে ফেলে দেওয়া হলো দুটি প্যাডেলচালিত রিকশা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

গুলশান লেকে ফেলে দেওয়া হয়েছে প্যাডেলচালিত রিকশা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর গুলশান লেকে প্যাডেলচালিত দুটি রিকশা ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। একটি রিকশা ফেলে দেওয়া হয়েছে বনানী ১১ নম্বর ব্রিজ থেকে। আরেক রিকশা ফেলে দেওয়া হয়েছে ব্রিজের পাশ থেকে।

আজ সোমবার দুপুরের দিকে বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা এই কাজ করেন।

বিক্ষুব্ধ ব্যাটারিচালিত রিকশাচালকেরা বলছিলেন, তাঁরা ব্যাটারিচালিত রিকশা চালাতে না পারলে অন্যরাও (প্যাডেলচালিত রিকশা) চালাতে পারবেন না। তাই তাঁরা প্যাডেলচালিত দুটি রিকশা গুলশান লেকে ফেলে দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ব্যাটারিচালিত রিকশাচালকেরা ব্রিজের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাঁরা প্যাডেলচালিত রিকশা চলাচলে বাধা দিচ্ছিলেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দেন।

একটি রিকশা ফেলে দেওয়া হয়েছে বনানী ১১ নম্বর ব্রিজ থেকে | ছবি: পদ্মা ট্রিবিউন

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকেরা গুলশান সোসাইটির পক্ষ থেকে অনুমোদন দেওয়া প্যাডেল চালিত রিকশা দেখলেই হামলা করেছে। আমাদের সামনে একটি রিকশা ভাঙচুরের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

তিনি উপস্থিত থাকাকালে কোনো প্যাডেলচালিত রিকশা লেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেনি বলেও জানান। তিনি আরও জানান, আন্দোলনের ছবি বা ভিডিও নিতে গেলে কয়েকজন ধারওয়া দিয়ে মারধরের ঘটনা ঘটেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন