[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মোটরসাইকেল না পেয়ে ক্ষোভে আগুন, খামার ও রান্নাঘল ঘর পুড়াল কিশোর

প্রকাশঃ
অ+ অ-

আগুনে ক্ষয়ক্ষতির চিহ্ন। আজ সোমবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নরসিংদীর মনোহরদী উপজেলায় ‘নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ বসতবাড়ি–সংলগ্ন পোলট্রি খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় খামারটির পাশাপাশি রান্নাঘর পুড়ে গেছে। গতকাল রোববার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ওই কিশোরের বাবা বলেন, তাঁর ১২৫ সিসির একটি পুরোনো মোটরসাইকেল আছে। সেটি ওই কিশোর মাঝেমধ্যেই ব্যবহার করত। তবে ছয় মাস ধরে সে একটি নতুন মোটরসাইকেলের আবদার করে আসছে। এ আবদার পূরণ করতে না পারায় সে রাগ-ক্ষোভ দেখিয়ে আসছিল। তার কয়েকজন বন্ধু নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল চালায়, তাই তাদের সঙ্গে পাল্লা দিতে তারও এখন নতুন মোটরসাইকেল প্রয়োজন বলে জানিয়েছিল।  

কিশোরের বাবা আরও জানান, গতকাল বিকেলে বিষয়টি নিয়ে ছেলের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। মোটরসাইকেল কিনে না দিলে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়ে সে বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রামে বোনের বাড়িতে চলে যায়। পরে রাত ৯টার দিকে সে বাড়ি ফিরে খামার ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহায়তায় এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খামারের অন্তত ১৮টি মুরগি মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছিল। তবে তার বাবা ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অনুরোধে আবার ছেড়ে দেওয়া হয়। তার পরিবার এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন