প্রতিনিধি রাজশাহী

আকরাম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেন খুন হন। এই ঘটনার পর শনিবার দুপুরে তালাইমারী শহীদ মিনার এলাকায় যান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, 'নারীদের নিরাপত্তায় আমরা সব সময় সজাগ। এমন বর্বর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীতে কিশোর গ্যাং দমনে নিয়মিত অভিযান চলছে।'

পুলিশ জানায়, রাজশাহী নগরীর তালাইমারীতে আকরাম হোসেনের মেয়ে কয়েকজন যুবকের হয়রানির শিকার হচ্ছিলেন। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁকে হুমকি দেয়।

গত বৃহস্পতিবার রাতে শহীদ মিনার এলাকায় একা পেয়ে তারা আকরামকে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বোয়ালিয়া থানায় হত্যা মামলা হয়। এরপরই আরএমপি কমিশনার দ্রুত অভিযুক্তদের ধরতে নির্দেশ দেন। এ ঘটনায় সন্দেহভাজন রুমেলকে আটক করে থানা পুলিশ। মামলার মূল আসামি নান্টু ও খোকনকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন ।