প্রতিনিধি রাজশাহী

বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি

পাশের বাড়িতে লুকোচুরি খেলছিল দুই শিশু হামিদা খাতুন (৮) ও সাইফা খাতুন (৭)। একপর্যায়ে তারা ফ্রিজের আড়ালে লুকাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। রোববার বেলা দুইটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন ও সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন। হামিদা খাতুন সাইফা খাতুনের ফুফাতো বোন। তাদের পাশাপাশি বাড়ি।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন খেলতে খেলতে পাশের আকবর হোসেনের (কুব্বত) ছেলে মিলনের বাসায় যায়। সেখানে লুকোচুরি খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।