[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচনের আগে সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইউনূস’

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নারায়ণগঞ্জ

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে | ছবি: পদ্মা ট্রিবিউন

আগে সংস্কার তারপর নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণগঞ্জের দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন, মাস্টার্সের শিক্ষার্থী কামরুল হাসান, জুলাই আন্দোলনে আহত রাব্বি ইসলাম, আকরাম সাঈদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই ২৪–এর আন্দোলনে অনেক স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো জুলাই হত্যার বিচার পাননি তাঁরা। ছাত্র-জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করছে। দেশটাকে স্বপ্নের মতো সাজানোর সুযোগ এসেছে; কিন্তু একটি রাজনেতিক দল নির্বাচন নির্বাচন ধুয়া তুলে সংস্কারকাজ ব্যাহত করতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষ সেটি চান না। ৫৩ বছর মানুষ ওনাদের ভোট দিয়েছেন, রাজনীতি করেছেন, এ দেশের মানুষের কোনো পরিবর্তন করতে পারেননি।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের জন্য আসেনি। দেশের ছাত্র-জনতা নতুন স্বপ্ন নিয়ে দেশের পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন করেছে। তাঁরা চান, আগে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় খুনি হাসিনার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। যদি সংস্কারের আগে নির্বাচন দিতে হয়, তাহলে ছাত্র–জনতার রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে নির্বাচন দিতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন