প্রতিনিধি রায়গঞ্জ
প্রতীকী | ছবি: এআই দিয়ে তৈরি |
বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে বেড়াতে গিয়ে আর ফিরছিল না তিন শিশুশিক্ষার্থী। অনেক খোঁজাখুঁজির পর বিষয়টি নিয়ে ফেসবুকের একটি গ্রুপের পেজ থেকে পোস্ট দেওয়া হয়। এরপরই সন্ধান মেলে তাদের। শিশু তিনটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়।
শিশুদের উদ্ধারের বিষয়টি আজ শুক্রবার বেলা তিনটার দিকে নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। উদ্ধার তিন শিশু হলো উপজেলার সগুনা ইউনিয়নের বিল কুশাবাড়ি গ্রামের মৃত সাদেক মাস্টারের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন (১২), মো. ইউসুব প্রামাণিকের ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আফিক (১৩) ও মো. আল-আমিনের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. আকাশ (১২)।
তিন শিশুর একটি ছবি দিয়ে তাদের সন্ধান চেয়ে ‘আমাদের তাড়াশ’ নামক একটি ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়। এই পোস্ট বৃহস্পতিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টে বলা হয়, শিশু তিনটি হারিয়ে গেছে এবং তাদের সন্ধান চাওয়া হয়। ছবিটি প্রশাসন ও পুলিশের নজরে আসে। পরে এদিন রাত ১২টার দিকে তাড়াশ বাজার এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজনের নজরে পড়ে শিশু তিনটি। পরে খবর পেয়ে পুলিশের একটি টহল দল তাদের উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি বলেন, তিন শিশু বাড়িতে কাউকে কিছু না বলে বেড়াতে বের হয়। প্রথমে তারা তাড়াশ বাজারে আসে। সেখান থেকে সিরাজগঞ্জ শহর ঘুরে উপজেলার খালকুলা বাজার হয়ে তাড়াশ বাজারে আসে। গভীর রাতে তাদের উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
ওসি মো. জিয়াউর রহমান জানান, বেড়ানোর জন্য তিন শিশু একসঙ্গে বের হয়েছিল। বেড়াতে গিয়ে তারা তাড়াশ সদর এলাকা ও সিরাজগঞ্জ শহর ঘুরে উপজেলার খালকুলা বাজারে আসে। সেখান থেকে তাড়াশ বাজারে আসে।