[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জয়সোয়ালের মন্তব্য: ট্রান্সশিপমেন্ট বাতিলের পর বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন

প্রকাশঃ
অ+ অ-

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল | ফাইল ছবি

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট–সুবিধা বাতিল করা নিয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর দিকে তাকাতে বলেছেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ–সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘গত সপ্তাহে আমরা ট্রান্সশিপমেন্ট–সুবিধা নিয়ে একটি ঘোষণা দিয়েছি। আমরা এই পদক্ষেপ নিয়েছি আমাদের বন্দর ও বিমানবন্দরগুলোতে জটের কারণে। তবে আমি এ বিষয়টিও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমরা এসব পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশের পক্ষে যেসব ঘটনা ঘটেছে অনুগ্রহ করে সেগুলোর দিকে তাকান।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মনে করিয়ে দেন, ভারতের ওই সিদ্ধান্তের কারণে অবশ্য নেপাল ও ভুটানের মতো স্থলবেষ্টিত রাষ্ট্র পড়ছে না। ওই দুই দেশে বাংলাদেশি পণ্য যথারীতি সরবরাহ হবে। ফলে দক্ষিণ এশিয়ায় এর কোনো প্রভাব পড়বে না।

অন্য এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল মনে করিয়ে দেন, ভারত বারবার বলেছে, বাংলাদেশের সঙ্গে একটি ‘ইতিবাচক ও গঠনমূলক’ সম্পর্ক চায়। ‘গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী।

আজ পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দীর্ঘ ১৫ বছর পর আবার দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় এই সফর।

চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ বিষয়টি ভারত কোন চোখে দেখছে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ এর বাইরে তিনি অন্য কোনো মন্তব্য করেননি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন