মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ ও কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ির অংশবিশেষ ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল বলেছেন, মিথ্যা অভিযোগে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একশ্রেণির স্বার্থান্বেষী শক্তির ইন্ধনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে, যা দেশের সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।

এমএসএফ দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা সুরক্ষা ও জানমালের নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ এবং মানবেন্দ্র ঘোষের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে আইনানুগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি সংরক্ষণ করার উদ্যেগ না নিয়ে তা ভেঙে ফেলার চেষ্টা মানবাধিকারের পরিপন্থি। এমএসএফ আশা করে, রাষ্ট্র বাড়িটি সংরক্ষণ করে দেশের সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবির পরিবারের নিরাপত্তা প্রদানসহ কবির স্মৃতি সংরক্ষণ ও ধারণের জন্য বাড়িটির অংশবিশেষ স্থায়ী বন্দোবস্তের উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রাখার জোর দাবি জানিয়েছে এমএসএফ।