প্রতিনিধি বাঘা
![]() |
বজ্রপাত | প্রতীকী ছবি |
রাজশাহীর বাঘায় বজ্রপাতে মানিক হোসেন মণ্ডল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। মানিক হোসেন মণ্ডল হামিদকুড়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক হোসেন মণ্ডল আজ দুপুরে হামিদকুড়া মাঠে নিজ জমিতে ভুট্টার বীজ লাগাচ্ছিলেন। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আড়ানী পৌরসভার ৩ নম্বর হামিদকুড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল আওয়াল তাঁর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।