[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি

প্রকাশঃ
অ+ অ-

পিটুনি | প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ওই বৃদ্ধকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার বৃদ্ধের নাম আলম সরদার (৬৫)। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তিনি শিশুটির প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটি নিজ বাড়িতে একাই খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী আলম সরদার পান খাওয়ার কথা বলে ওই বাড়িতে গিয়ে শিশুটি ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি ভয়ে তাৎক্ষণিকভাবে কাউকে ঘটনাটি বলেনি। ওই দিন রাতের বেলায় ঘুমানোর সময় বুকে ব্যথা করছে বলে তার মাকে জানায়। পরে রোববার সকালে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। এদিকে অভিযুক্ত আলম সরদার রোববার সকালে কাজে চলে যান। কাজ শেষে বিকেলে তিনি বাড়িতে পৌঁছার আগে শিশুটির স্বজনেরা তাঁকে মারধর শুরু করেন। একপর্যায়ে গ্রামের কিছু লোকও বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আক্কেলপুর থানার উপপরির্দশক রাকিবুল ইসলাম বলেন, বৃদ্ধ আলম সরদারের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন