[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাশিয়া-ক্রোয়েশিয়া সফর শেষে দেশে সেনাপ্রধান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: আইএসপিআর

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার তিনি দেশে ফেরেন। ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া যান সেনাপ্রধান। সেখান থেকে ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা করেন। এ আলোচনায় উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ–সংক্রান্ত বিষয়াদিও উঠে আসে।

ক্রোয়েশিয়ার সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে সম্মাননা প্রদান | ছবি: আইএসপিআর

পরদিন ৮ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা, বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদিসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সেনাপ্রধান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষাব্যবস্থার কাজ যথাসময়ে শেষ করা করা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

ক্রোয়েশিয়ার এইচএস প্রোডাক্টের তৈরি অস্ত্র পরিদর্শন করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান | ছবি: আইএসপিআর

আইএসপিআর আরও জানিয়েছে, সেনাবাহিনী প্রধান রোস্টেক (রাশিয়ান টেকনোলজিস স্টেট করপোরেশন) এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোজোবোরোন এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে সামরিক আদান–প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন