[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাফরুল্লাহ ছিলেন গণমানুষের সংগ্রামী কণ্ঠ: সাকি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গণসংহতি আন্দোলনের নেতারা। আজ শুক্রবার রাজধানীর গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে | ছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্য

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু একজন চিকিৎসক ছিলেন না, তিনি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কখনো আপস করেননি। দুঃসময়েও তিনি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়তার সঙ্গে অবস্থান নিয়েছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ৮১ বছর বয়সে ২০২৩ সালের ১১ এপ্রিল ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জীবদ্দশায় তিনি নাগরিক অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। অসুস্থ শরীরেও তিনি নাগরিকদের বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন ভাসকুলার সার্জন। একজন জনস্বাস্থ্য চিন্তাবিদ হিসেবে তাঁর খ্যাতি ছিল।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আজ শুক্রবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। এ সময় জোনায়েদ সাকি ছাড়াও দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায়, জুলহাসনাইন বাবুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জোনায়েদ সাকি বলেন, স্বাস্থ্য খাতকে ব্যবসায়িক মুনাফার জায়গা না বানিয়ে জনগণের অধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠার জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন লড়াই করেছেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি যুদ্ধের সময় ফিল্ড হাসপাতাল স্থাপন করে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করেছিলেন। তাঁর অবদান জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জুলহাসনাইন বাবু বলেন, ‘আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন, সংগ্রাম এবং আদর্শকে লালন করে এগিয়ে চলব। দেশের জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে তাঁর দেখানো পথই আমাদের পথ।’

ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্র ফেডারেশন। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে জাফরুল্লাহ চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ছাত্র ফেডারেশনের নেতারা বলেছেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে যখনই ফ্যাসিস্টরা তাঁদের ওপর হামলে পড়েছে, জাফরুল্লাহ চৌধুরী তাঁদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশে মানুষের মুক্তির সংগ্রামে বেঁচে থাকবেন।

এ সময় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের নেতৃত্বে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা মহানগর শাখার সহসভাপতি তুহিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন