[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে ক্ষোভ চারণ সাংস্কৃতিক কেন্দ্রের

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের নিন্দা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন চারণ সাংস্কৃতিক কেন্দ্র। তাদের দাবি, মৌলবাদী গোষ্ঠীগুলোর দাবির কাছে নতজানু হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

বিবৃতিতে বলা হয়েছে, অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়। ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুতেই সাম্প্রদায়িকীকরণ করছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নও মুছে দিচ্ছে। তৌহিদি জনতার নামে মব তৈরি করে মাজার ভাঙচুর, ভাস্কর্য ধ্বংস, নারীর ওপর আক্রমণসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বর্তমান সরকারের কোনো পদক্ষেপ নেই। নেতারা হুঁশিয়ার দিয়ে বলেন, সমাজ-সভ্যতা পেছনের দিকে যাবে না। জনগণ এটা সহ্য করবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে চারুকলার ডিন বলেছেন, গেল সময়ে মঙ্গল শব্দটিকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে যথেষ্ট খারাপ অনুভূতি কাজ করছে। এমন খোঁড়া যুক্তি কীভাবে দিতে পারে, তা আমাদের বোধগম্য নয়।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন