[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুর্গন্ধের সন্ধান খুঁজতে গিয়ে শিশুসহ তিনজনের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি নারায়ণগঞ্জ

নিহতদের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভীড় | ছবি: পদ্মা ট্রিবিউন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মিজমিজির পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তরিকুল ইসলাম জানান, পুকুরপাড় এলাকায় ইটের সুরকির নিচ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন বস্তাবন্দী অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

নিহতেরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম মিজমিজি পুকুরপাড় এলাকার স্বপ্না আক্তার (৩৫) ও তাঁর বোন লামিয়া আক্তার (২৩) এবং লামিয়ার ৪ বছর বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন খালাসী প্রথম আলোকে জানান, পুকুরপাড় এলাকার ইটের সুরকির নিচে সিমেন্টের বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইটের সুরকির নিচে দুর্গন্ধ ও একটি হাত দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানান। তাঁরা ঘটনাস্থলে এসে দুই নারীর গলাকাটা এবং শিশুর মরদেহ উদ্ধার করেন।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। চার–পাঁচ দিন আগে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় নিহত লামিয়া আক্তারের স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন