[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

রাজশাহীতে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজশাহীতে ভুল সংকেতের  কারণে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়।

ট্রেন দুটির একটি পরিষ্কার করার জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি সেখান থেকে বের হচ্ছিল। যাত্রী ছিল না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি ট্রেনেরই একটি করে বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম  এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওয়াশপিটে পরিষ্কার করার পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন (পার্শ্ব সংঘর্ষ) হয়। 

দুটি ট্রেনের বগি লাইনচ্যুত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, উদ্ধারকাজ শুরু হয়েছে, তবে দুর্ঘটনার কারণে ট্রেন দুটি ছেড়ে যেতে দেরি হবে। ঠিক কখন যাত্রী নিয়ে ট্রেনগুলো যাবে, তা বলা যাচ্ছে না। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন