[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মশালমিছিল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলোতে সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষণকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মশালমিছিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ মিছিল বের করেন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরা সন্ধ্যার পর কেআর মার্কেটে এসে জড়ো হন। সেখান থেকে মশাল হাতে মিছিল শুরু করেন তাঁরা। এ সময় তাঁরা উপাচার্যের বাসভবন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)–সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আবদুল জব্বার মোড় পর্যন্ত যান। পরে আবার কেআর মার্কেটের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ধর্ষকেরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে?’ প্রভৃতি নানা স্লোগান দেন। তাঁদের হাতে ছিল মশাল ও বিভিন্ন দাবিসংবলিত পোস্টার।

মিছিলে অংশ নেওয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, ‘প্রতিনিয়ত নারী নির্যাতন, এমনকি ধর্ষণের মতো ঘটনার কোনো বিচার হতে না দেখে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে আমরা সন্তুষ্ট নই। ধর্ষকদের যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে আমরা ঘরে বসে থাকতে পারি না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব।’

শিক্ষার্থীরা বলেন, অন্তর্বর্তী সরকারকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, নয়তো দায়িত্ব ছেড়ে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন