[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদের ছুটিতে ৪১ লাখ সিম ব্যবহারকারী রাজধানীর বাইরে

প্রকাশঃ
অ+ অ-

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথ ধরতে ট্রেনে চড়ছেন নগরবাসী। টঙ্গী রেলওয়ে স্টেশন, গাজীপুর, ২৮ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

আজ রোববার (৩০ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৩৩৭ সিমধারী। আর শনিবার (২৯ মার্চ) ঢাকা ছাড়েন ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিমধারী ব্যক্তিরা। দুই দিন মিলিয়ে মোট ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের তথ্য তুলে ধরা হয় ওই পোস্টে।

শুক্রবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার ৫০২ গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এ ছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।

তথ্য অনুযায়ী, ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা থেকে বাইরে গেছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।

প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিম ব্যবহারকারী। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪টি সিম ব্যবহারকারী।

গত বছর ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ১১ এপ্রিল। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ওই বছর চার দিনে (৬-৯ এপ্রিল) রাজধানী ছাড়েন ৫৭ লাখের মতো মুঠোফোন সিমধারী। মুঠোফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গিয়েছিল।

সিমধারী বলতে একেকজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাঁদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।

২০২৩ সালের ঈদুল ফিতরের ছুটিতে (১৮-২২ এপ্রিল) এক কোটির বেশি সিমধারী ঢাকা ছেড়েছিলেন। সেই সময় ঢাকায় প্রবেশ করেছেন ২৮ লাখের মতো সিমধারী। তখন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই তথ্য জানিয়েছিলেন।

পরিবহনবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন