[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপপুর প্রকল্পে কর্মরত বিদেশির ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী

রূপপুর প্রকল্পে কর্মরত এক বিদেশি ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানান | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক বিদেশি নাগরিক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানিয়েছেন। তার এই ব্যতিক্রমী ও আন্তরিক ভালোবাসার প্রকাশ বাজারে আসা নারী-পুরুষের মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সকাল থেকে ঈশ্বরদী বাজারের প্রধান গেটে দাঁড়িয়ে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। হাতে থাকা ফুল একের পর এক পথচারীদের উপহার দিচ্ছিলেন। তার এমন সৌজন্যে অনেকে মুগ্ধ হন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, 'সাধারণত বিদেশিরা নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন। কিন্তু এই যুবক আমাদের মাঝে এসে শুভেচ্ছা জানাচ্ছেন, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।' 

আরেক বাসিন্দা এহসানুল ইসলাম জানান, 'রাশিয়ান যুবকের এই আন্তরিকতা আমাদের ভালো লেগেছে। এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখে তিনি মুগ্ধ।'

যদিও তার নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে স্থানীয়রা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন