[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদযাত্রা: ট্রেন-বাসের টিকেট মিলছে ফেসবুকে!

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

টিকেট বিক্রি | প্রতীকী ছবি

ঈদ উপলক্ষে বাস ও ট্রেনের আগাম টিকেট পাওয়া কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। এই সুযোগে ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে টিকেট বিক্রির নামে প্রতারণা।

‘অনলাইন ট্রেন টিকেট (টিকেট বাজার)’, ‘ট্রেনের টিকেট ক্রয়/বিক্রয়’, ‘অনলাইন টিকেট বাজার’সহ বেশ কয়েকটি গ্রুপে ট্রেনের টিকেট বিক্রির বিজ্ঞাপন দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বেশি প্রচার হচ্ছে। কেউ কেউ টিকেট কেনার আশায় পোস্ট দিচ্ছেন, আবার কেউ কেউ নিজেদের অতিরিক্ত টিকেট বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছেন।

তবে সবচেয়ে সন্দেহজনক হচ্ছে, কিছু ব্যক্তি যে কোনো গন্তব্যের যে কোনো ট্রেনের টিকেট দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন, যা প্রতারণার ইঙ্গিত বহন করে।

‘অনলাইন ট্রেন টিকেট (টিকেট বাজার)’ নামের এক গ্রুপে নুহায়েল শিশির নামে একজন ২৮, ২৯ ও ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুটের টিকেট বিক্রির ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি ‘যে কোনো ট্রেনের’ টিকেট দিতে পারবেন। এমনকি ৩০ মার্চের দিনাজপুর রুটের একতা এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা শ্রেণির টিকেটের জন্য ২০০০ টাকা দাবি করেন, যেখানে আসল ভাড়া মাত্র ১৪২১ টাকা।

এছাড়া, এমডি সাব্বির রহমান নামে আরেক ব্যক্তি দিনাজপুর পর্যন্ত ট্রেনের শোভন চেয়ার শ্রেণির টিকেট ১০০০ টাকায় বিক্রি করতে চান, যদিও প্রকৃত ভাড়া ৬৩০ টাকা।

আবুল হাসান আজহারি নামে আরেকজন নিজের পোস্টে দাবি করেছেন, তিনি সব রুটের ট্রেনের টিকেট দিতে পারেন। তবে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া দেননি।

‘ট্রেন ও বাস টিকেট ক্রয়-বিক্রয় সেবা’ নামক গ্রুপে নাজমুল ইসলাম প্রিন্স নামে এক ব্যক্তি যেকোনো জায়গার টিকেটের ব্যবস্থা করার কথা বলেন। তার দেওয়া নম্বরে যোগাযোগ করে ৩০ মার্চ ঢাকা থেকে রংপুর রুটের চারটি এসি টিকেটের দাম জানতে চাইলে তিনি ১৩০০ টাকা করে দাবি করেন এবং একটি নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন।

প্রথমে একজন ভুক্তভোগী একটি টিকেটের জন্য টাকা পাঠালে প্রতারক দাবি করেন যে টাকা ফেরত গেছে এবং নতুন একটি নম্বরে টাকা পাঠাতে বলেন। কিন্তু নতুন নম্বরে টাকা পাঠানোর অপশনে গেলে লেনদেন সম্ভব নয় দেখায়। এরপর প্রতারকের নম্বরে আর যোগাযোগ করা যায়নি এবং কিছুক্ষণ পর সেটি ব্লক করে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের আগে প্রতারক চক্র টিকেট নিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তিনি স্পষ্টভাবে বলেন, রেলের টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় এবং একজনের নামে কেনা টিকেট অন্য কেউ ব্যবহার করতে পারেন না। যারা অন্যের টিকেট দিয়ে ভ্রমণ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকদের চিহ্নিত করতে সাইবার ইউনিট কাজ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সচেষ্ট রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন