[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বক্তব্য রাখছেন খাদেমুল ইসলাম মোল্যা | ছবি: পদ্মা ট্রিবিউন

উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের ১০ম সভা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের (স্কুল) ডিন অধ্যাপক শহীদুর রহমান, প্রকৌশল স্কুলের ডিন অধ্যাপক ড. কাজী খাইরুল ইসলাম, ব্যবসায় ও আইন স্কুলের ডিন ড. কানিজ হাবিবা আফরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, জনস্বাস্থ্য বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল, ফার্মেসি বিভাগের প্রধান ড. মোছা. হাজেরা খাতুন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সমন্বয়ক সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, আইন ও মানবাধিকার বিভাগের সমন্বয়ক অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, সমাজবিজ্ঞান বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সমন্বয়ক শাতিল সিরাজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সমন্বয়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের সমন্বয়ক ড. মোহাম্মদ নূরুর রহমান এবং একাডেমিক পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের অধ্যাপক সঞ্জীব কুমার সাহা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন এবং বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বকর ইসমাইল প্রমুখ।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন পাঠ্যক্রম (কোর্স) চালু, গবেষণা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন এবং গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সভার শেষে খাদেমুল ইসলাম মোল্যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার মাধ্যমে আমরা একটি উন্নত ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন