[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুই ঘণ্টার প্যারোলে বোনের জানাজায় বরগুনা জেলা আ.লীগ সম্পাদক

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বরগুনা

কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির | ছবি: পদ্মা ট্রিবিউন

দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট শেখ হাসিনার সঙ্গে মুঠোফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।

শুক্রবার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেন বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এর আগে শুক্রবার ভোররাতে বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কবিরের বড় বোনের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন জাহাঙ্গীর কবিরের এক স্বজন। পরে আইনিপ্রক্রিয়া শেষে জানাজায় অংশ নিতে জাহাঙ্গীর কবিরকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন জেলা প্রশাসক। এরপর বেলা দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় বরগুনা কারাগার থেকে বের হয়ে তিনি বরগুনা সার্কিট হাউস মাঠে জানাজায় অংশ নেন। জানাজা শেষে দুপুর পৌনে দুইটার দিকে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।

বরগুনা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জাহাঙ্গীর কবিরকে কারাবিধি অনুযায়ী দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বেলা দেড়টার জাহাঙ্গীর কবির কারাগার থেকে বের হয়ে পৌনে দুইটার দিকে কারাগারে ফিরে আসেন। তিনি বর্তমানে কারাগারে আছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন