নিজস্ব প্রতিবেদক
![]() |
নুরুল হক নুর (বাঁয়ে) ও আবদুল হান্নান মাসউদ | ছবি: সংগৃহীত |
‘নুরুল হক নুর ভাই (ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি) নিজেই তাঁর দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন’, একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
তবে হান্নানের এই বক্তব্য নাকচ করে নুরুল হক বলেছেন, তিনি এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিতে চাননি। বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
গতকাল রোববার একটি টক শোতে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুর ভাই নিজেই তাঁর দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে। কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে। ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ দিতে পারি।’
নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন, এমন অভিযোগ তুলে হান্নান ওই টক শোতে আরও বলেন, ‘এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ছে বলে আমাদের কাছে মনে হয়নি।...আলাপ-আলোচনা চলছে। তিনি (নুরুল হক) চাইলে যেকোনো দিন আসতে পারেন। অথবা তিনি যদি তাঁর দলে আমাদের নিতে চান, তাহলে আমরাও তো যেতে পারি। সেটা তো সমস্যা নেই (হাসি)।’
রাজনৈতিক সফরে এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আজ সোমবার সন্ধ্যায় বলেন, ‘আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি। এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে, সেগুলো বিভ্রান্তিকর।’
বিষয়টি ব্যাখ্যা করে নুরুল হক বলেন, নতুন দলে যাঁরা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, তাঁদের অনেকেই তাঁর কর্মী ছিলেন। গণ-অভ্যুত্থানের সময় নানাভাবে তাঁদের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। তাঁরা যখন দল গঠনের বিষয়ে আলোচনা করছিলেন, তখন তাঁদের অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন। গণ অধিকার পরিষদ যেহেতু ইতিমধ্যে একটি নিবন্ধিত ও পরিচিত রাজনৈতিক দল, সেহেতু তাঁদের সবাইকেই আহ্বান জানিয়েছিলেন তাঁর দলে এসে কাজ করার জন্য। কিন্তু তাঁরা রাজি হননি।
কেন ইতালিতে অবস্থান করছেন, কথায় কথায় সেটাও জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিতে তিনি এখন ইউরোপে আছেন। ইতালি, ফ্রান্স ও পর্তুগাল—তিনটি দেশে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ ছাড়া আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। ৭ মার্চ দেশে ফিরবেন বলে জানান নুরুল হক।
এদিকে গণ অধিকার পরিষদ আজ রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার হচ্ছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণঅধিকার পরিষদের ভাবমুর্তি ক্ষুণ্ন করতে কেউ কেউ নুরুল হকের মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন। গণঅধিকার পরিষদের নেতারা সবাইকে এ ধরনের অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।