[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পিরোজপুরের ডিসি চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। শনিবার, ১ মার্চ ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে ৫টি বাস দেওয়ার বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহত হয়েছেন—এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়। সেই রিকোয়েস্ট এবং ‘একধরনের প্রেশারের’ পরিপ্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে সহায়তা করেন ডিসি।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, ‘ডিসি বাস রিকুইজিশনে চিঠি দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য কোনো খরচ দেয়নি বলে সরকারকে জানিয়েছেন। ঘটনার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কি না, তা দেখছি।’

গতকাল সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিতে বলা হয়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে ৫টি বাসের রিকুইজিশন দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে; যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে—এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশির ভাগ তথ্য অতিরঞ্জিত।’

৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশির ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই ফোকাস সরকারের আছে।’

ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলো সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশন ‘ইনটেনসেভলি’ কাজ করছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে। আমরা আশা করছি, জোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায়, দামও সহনীয় পর্যায়ে থাকবে।’

বাজারে সয়াবিন তেলের সরবরাহ নেই এমন মন্তব্যের জবাবে প্রেস সচিব বলেন, ‘বোতলজাত ও লুজ সয়াবিন তেলের বিষয়টি তদারক করছি। আমরা দেখছি, লুজ সয়াবিন তেলের দাম কমা শুরু হয়েছে। আশা করছি, সরবরাহ পরিস্থিতি বাড়লে দামটা আরও ভালো হবে। এর আগেও দেখেছি, বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটার সরবরাহ যেন ঠিক পর্যায়ে আসে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন