[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৭০০ টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডা, পিটুনিতে যুবকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ময়মনসিংহ

পিটুনি | প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. ইমরান (৩২)। তিনি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা আবদুল মালেকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে ইমরান কাজের শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা মো. সানির সঙ্গে দেখা হয়। সানি ৭০০ টাকা পেতেন ইমরানের কাছে। দেখা হওয়ার পর সানি টাকা চাইতে থাকেন ইমরানের কাছে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে লোহার রড দিয়ে ইমরানকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান সানি। পরে ইমরানকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ৭০০ টাকা পাওনা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সানিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন