[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ১৬ ঘণ্টার অবস্থান

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আহতদের অবস্থান | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ১৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন, যা রাত গভীর হলেও অব্যাহত ছিল।

আন্দোলনকারীদের অভিযোগ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এজন্য তারা সরকারের কাছে তাদের জন্য ন্যায্য সুবিধার দাবি জানিয়েছেন।

রাত ১টার দিকে পরিদর্শন করে দেখা যায়, অর্ধশতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে অবস্থানের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে আহত নারীদের মধ্যে কয়েকজন তাদের শিশু সন্তানদের নিয়েও সেখানে অবস্থান করছেন।

আন্দোলনকারীদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন 

আন্দোলনকারীদের একজন মো. আরমান বলেন, 'আমাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যা আমাদের মধ্যে বৈষম্য তৈরি করছে। গুলিবিদ্ধ অনেককে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা অন্যায়। আমরা চাই দুইটি ক্যাটাগরি করা হোক। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকব।'

সকাল থেকেই তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। বিকেলে মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নিলে কার্যালয়ের ভেতরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। রাত গভীর হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন