[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে রেলের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি ঈশ্বরদী

ফিতা কেটে পাকশী রেলের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রেলওয়ে পাকশী বিভাগের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। উপজেলার আমতলায় নির্মিত এই শহীদ মিনারটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

পশ্চিমাঞ্চল রেলের প্রকৌশল বিভাগ এই শহীদ মিনারটি নির্মাণ করেছে, যার ব্যয় হয়েছে ৩২ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 'এই শহীদ মিনার আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা বেগম, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শ্রী গৌতম কুমার কন্ডু, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজীব বিল্লাহ, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিলসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন