[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগাতিপাড়ায় একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বাগাতিপাড়া

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি হা-মীম তাবাসসুম প্রভা | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের বাগাতিপাড়ায় মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী 'একুশে বইমেলা'।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার। স্থানীয় আমরা ক’জন স্পোর্টিং ক্লাব বইমেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মিনহাজুর রহমান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ ও বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম।

প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে বইমেলার বিভিন্ন আয়োজন। থাকছে বই প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন