[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

আদালতে পুলিশের হেফাজতে মোনালিসা ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার মোনালিসাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহারের আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আদালতে মামলা রয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট মেহেরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এতে সৈয়দা মোনালিসা ইসলাম, ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেনসহ আওয়ামী লীগের ১৬৩ নেতা-কর্মীকে আসামি করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দীন বলেন, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে নেওয়া হয়। আদালত এ সময় তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মোনালিসা ইসলামকে আজ সকালে ঢাকার ইস্কাটনের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁকে মেহেরপুরে পাঠানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন